ওয়েবসাইটে গুগল এডসেন্স এড করবেন কিভাবে? ধাপে ধাপে সম্পূর্ণ গাইড (২০২৫ আপডেটেড)
ওয়েবসাইটে গুগল এডসেন্স এড করবেন কিভাবে? ধাপে ধাপে সম্পূর্ণ গাইড (২০২৫ আপডেটেড)
আপনারা যারা "ওয়েবসাইটে গুগল এডসেন্স এড করবেন কিভাবে?" সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে, আজকের পোস্টটি আপনাদের জন্য। কেননা আজকের পোস্টে আপনারা জানতে পারবেন, গুগল এডসেন্স কীভাবে ওয়েবসাইটে যুক্ত করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, রিভিউ পাস করবেন এবং এড দেখাবেন – বিস্তারিত জানুন বাংলায়, ধাপে ধাপে গাইডসহ।
চলুন এই আর্টিকেলে আমরা জেনে নিই, ওয়েবসাইটে গুগল এডসেন্স এড করবেন কিভাবে? এই সম্পর্কে বিস্তারিত আলোচনা।
গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স (Google AdSense) হলো গুগলের একটি অ্যাড নেটওয়ার্ক, যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন (ads) দেখিয়ে আয় করতে পারেন। ধরুন, আপনি একটি ব্লগ সাইট বানিয়েছেন - সেখানে মানুষ ঘুরে ঘুরে পড়ছে, কিন্তু আপনি যদি বিজ্ঞাপন বসিয়ে দেন, তাহলে সেই ভিজিটরদের দেখানো বিজ্ঞাপন থেকেই আপনি ইনকাম করতে পারবেন।
এডসেন্স মূলত অটোমেটিক বিজ্ঞাপন দেখায়, অর্থাৎ আপনি কোন কোম্পানির এড দেখাবেন তা ঠিক করতে হয় না। গুগল নিজেই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট অনুযায়ী বিজ্ঞাপন দেখায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url